নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে হাত অকেজো হওয়ায় তাসলিমা খাতুন নামের এক শিার্থীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
তাসলিমা খাতুন উপজেলার রোহিতা গ্রামের খন্দকার আমিনুর রহমানের মেয়ে। শনিবার সিটি প্লাজা অফিস রুমে শিার্থীর হাতে আর্থিক অনুদান তুলে দেন এস এম ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার ইমামুল হক ও খন্দকার ইকবাল হোসেন। এসময় শিার্থী তাসলিমা খাতুন ও তার পিতা খন্দকার আমিনুর রহমান এ মানবিক সহায়তার জন্য এস এম ইয়াকুব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

