শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ধামাচাপ দেয়ার চেষ্টা 

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের গরীবপুর- চাঁদপুর দাখিল মাদ্রাসার ৯ ম শ্রেণীর  ছাত্র নাইম  স্কুল শিক্ষক  দ্বারা নির্যাতনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,  নির্যাতনের বিষয়টি ধামাচাপা দিতে  সুপার মুস্তাফিজুর রহমানের বিভিন্ন মহলে দৌড়ঝাপ  শুরু হয়েছে।  মিন্টু মোল্লা ছেলে গরীবপুর চাঁদপুর দাখিল মাদ্রাসার  ৯ শ্রেনীর ছাত্র নাইম হোসেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২ আগষ্ট মাদ্রাসা চলা কালীন সময়ে নাইমের কাছে মোবাইল পাওয়ার জন্য তাকে অমানবিকভাবে বেত্রাঘাত   করে  শরীরের পিঠের দক্ষিণ পাশে রক্ত ফোলা দৃশ্যমান   অসংখ্য জখম করে শিক্ষক   আসলাম হোসেন (কম্পিউটার শিক্ষক ) ।
  শিক্ষক  আসলাম হোসেনের বিরুদ্ধে পূর্বে অনেক অভিযোগ আছে। নাইমের চাচা মোহাম্মদ মতিয়ার রহমান মনু  বলেন, আমি শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করার জন্য যেতে চাইলে  মাদ্রাসা সুপার মুস্তাফিজুর রহমান সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকগণ মনিরামপুর উপজেলার চাঁদপুর বাজারের বাঁশতলার মোড়ে পথ রোধ করে।  বিষয়টি বিভিন্ন মহলের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে । নাঈম হোসেনের মা নাজমা খাতুন কম্পিউটার শিক্ষক আসলাম হোসেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মাদ্রাসা সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসার সভাপতি হারুন অর রশিদ সেলিম এর সাথে কথা হয়েছে। আগামীকাল সকাল দশটায় মাদ্রাসায় সভাপতি বিষয়টা নিয়ে বসবেন।

আরো পড়ুন

সর্বশেষ