শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

 মণিরামপুরে শীতের রাতে অসহায় বৃদ্ধার পাশে ইউএনও, দিলেন নতুন খাট 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:মানবিকতা যে এখনও প্রশাসনের উচ্চপর্যায়ে জীবন্ত—তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। শীতের রাতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শুধু আশ্বাসেই থেমে থাকেননি, কথা রেখেছেন কাজের মাধ্যমে।
গত সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ইউএনও সম্রাট হোসেন মনিরামপুর উপজেলার রঘুনাথপুর ও মামুদকাটি গ্রামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি রঘুনাথপুর গ্রামের স্বজনহারা ও অসহায় বৃদ্ধা পূর্ণিমা মণ্ডলের করুণ জীবনযাপন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
স্বামী-সন্তানহীন পূর্ণিমা মণ্ডল বাবা-মা ও ভাই হারিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। একটি খুপড়ি ঘরে কোনো খাট ছাড়াই মাটিতে বিছানা পেতে তীব্র শীতে রাত কাটাতে দেখে ইউএনও গভীরভাবে মর্মাহত হন। তাৎক্ষণিকভাবে তিনি পূর্ণিমা মণ্ডলকে দুটি কম্বল প্রদান করেন—একটি মাটিতে বিছানোর জন্য এবং অন্যটি শরীর ঢাকার জন্য। একই সঙ্গে শিগগিরই একটি নতুন খাট কিনে দেওয়ার আশ্বাস দেন।
ইউএনওর সেই আশ্বাস যে কথার কথা ছিল না, তার প্রমাণ মিলেছে দ্রুতই। বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজে নতুন খাট নিয়ে আবারও পূর্ণিমা মণ্ডলের বাড়িতে হাজির হন ইউএনও সম্রাট হোসেন। এতে মাটিতে শুয়ে রাত কাটানোর কষ্টের অবসান ঘটে বৃদ্ধা পূর্ণিমার।
 স্থানীয়রা জানান, রাতের আঁধারে সরাসরি অসহায় মানুষের ঘরে গিয়ে ইউএনওর এমন সহানুভূতিশীল উদ্যোগ তাদের হৃদয় ছুঁয়ে গেছে।স্থানীয় সাংবাদিক শাহাজান শাকিল  ইউএনও সম্রাট হোসেনের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার এমন মানবিক ভূমিকা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। পূর্ণিমা মণ্ডলের মাটিতে ঘুমানোর ইতি টানার মধ্য দিয়ে ইউএনওর এই উদ্যোগ মানবিক প্রশাসনের অনন্য উদাহরণ হয়ে থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ