বিশেষ প্রতিনিধি: যশোর-৫ মণিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের শীর্ষ ৩ নেতার মনোনয়ন বাতিল হওয়ায় ইয়াকুব শিবিরে বইছে সুবাতাস। বেশ খোস মেজাজে রয়েছেন তাঁর কর্মী সমর্থকরা। আটঘাট বেধে মাঠে নামার প্রস্ততি নিচ্ছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনিরামপুর আসনে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু, সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন সুলতান সাদাব, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বারী, তৃণমূল বিএনপির প্রার্থী আবু নসর মোহাম্মদ মোস্তফা, জাকের পার্টির হাবিবুর রহমান ও ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী ।
৩ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু, হুমায়ন সুলতান সাদাব, কামরুল হাসান বারী ও জাকের পার্টির হাবিবুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়।
আওয়ামী লীগের শীর্ষ ৩ নেতার মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে পাল্টে যাচ্ছে ভোটের হিসেব। বিষয়টি নিয়ে নতুন করে অংক কষা শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন প্রভাবশালী তিন নেতার মনোনয়ন বাতিল হওয়ায় বেশী সুবিধা পাবেন অপর স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব।
আর এই সুবিধা ঘরে তুলতে বেশ জোরে সরে মাঠ নেমেছেন ইয়াকুবের কর্মী সমর্থকরা। তার ঘনিষ্ঠ সুত্রগুলো দাবি করেছে ১৭ ডিসেম্বর প্রতিক প্রাপ্তির পর নির্বাচনী প্রচারণার বিপ্লব ঘটাবেন তারা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসএম ইয়াকুব আলী দলীয় মনোনয়ন চেয়ে বার্থ হলেও হাল ছাড়েননি। টানা ৫ বছর মাঠে সরকারে উন্নয়ন প্রচারনা নিয়ে মাঠ চষে বেড়িছেন। সেই সাথে সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি দান অনুদান দিয়েছেন দু’হাত খুলে। অনেকের প্রত্যাশা ছিল তিনি এবার নৌকার টিকিট পাবেন। শেষ মুহুর্তে তিনি দলীয় প্রতিক না পাওয়ায় আশাহত হন কর্মী সমর্থকরা।
সর্বশেষ কেন্দ্রীয় সংগঠন দলীয় প্রার্থীর হওয়ার বাধা তুলে নেওয়ায় পরিস্থিতি পাল্টে যায়।স্বতন্ত্র প্রার্থী হিবেবে মনোনয়ন জমা দেন তিনি। এরই মধ্যে তার স্বগোত্রীয় ৩ নেতার মনোনয়ন অবৈধ হওয়ায় ইয়াকুব শিবিরে ফিরে এসছে নতুন যোস।

