শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে সুদে কারবারির ফাঁদে ভাটা শ্রমিক

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুরের ইত্যা গ্রামে সুদে কারবারি এক পরিবারের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে দুলাল মিয়া নামে এক ইট ভাটা শ্রমিক। তিনি ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে।
ভুক্তভোগী দুলাল মিয়া জানান, ১৯৬২ সালে সরকারি ভাবে তার পিতা কিছু জমি পান । সেই জমি ভাগাভাগির পর তিনি নিজ ভাগের তিন শতক জমি পেয়েছেন। ওই জমিতে কুঁড়ে ঘর বানিয়ে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করেন। সম্প্রতি তার জমির দেড় ফুট দখল করে ইমারত নির্মাণ করছেন প্রতিবেশি আক্কাজ আলী। এ নিয়ে একাধিক বার গ্রামে মীমাংসা হলেও না মানতে নারাজ আক্কাজ আলী। গায়ের জোরে তার কুঁড়ে ঘরের উপর দিয়ে বাড়ি নির্মাণের কাজ অব্যহত রেখেছেন তিনি। বাধাদিতে যেয়ে ইতিমধ্য দুই দফা হামলার শিকার হয়েছেন তিনি।
দুলাল মিয়ার অভিযোগ, আক্কাজ আলী ও তার স্ত্রী কহিনুর গ্রামের চিহ্নিত সুদে কারবারি। গ্রামের সবুজ, মামুনসহ বহু মানুষ তাদের কাছ থেকে সুদে টাকা নিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ছেড়েছেন। টাকার জোরে তার উপর অবিচার করা হচ্ছে। গ্রামের মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উঠাবসা করে তার পক্ষে রায় দিলেও তারা মানতে নারাজ।
এ বিষয়ে মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানায়, বিষয়টা আমার জানা নাই তবে বিষয়টি আনেক দুঃখ জনক। আমি খোজ নিয়ে সমাধানের চেষ্টা করবো।
এ বিষয়ে চেয়ারম্যান তৌহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। আমি মেম্বরের সাথে কথা বলে দ্রুত সমধানের চেষ্টা করবো।
ইত্যা গ্রামের সাবেক মেম্বার আলী আহমেদ মাস্টার জানান, দুলাল মিয়া একজন হতদরিদ্র ভাটা শ্রমিক। একদিন কাজে না গেলে তার পরিবারের ভাত জটেনা। আক্কাজ আলী জোর পূর্বক জমি দখল করে তার উপর অন্যায় করছে। একাধিক বার অনুরোধ করলেও নির্মাণ কাজ চলমান রেখেছে আক্কাজ। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ