শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আরো খবর

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মণিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার সকালে উপজেলার খড়িঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামের নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলী, মণিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য ইউসুপ আলী, সংগঠনের সদস্য শরিফুল ইসলাম, মিলন সরকার, আসাদুজ্জামান ডাবলু, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম, জামান মঙ্গল, ইমরান হোসেন, মুকুল চৌধুরী প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সেনা সদস্য সাইফুল ইসলাম বলেন, আমার প্রতি মাসের বেতনের একটি অংশ সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের সহযোগিতা করে আসছি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটাতে এই ঈদ উপহার বিতরণ করেছি।

উল্লেখ্য, মণিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী একটি অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক অরাজনৈতিক সংগঠন। ২০১৩ সাল থেেেক কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।

 

আরো পড়ুন

সর্বশেষ