নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে কেশবপুর আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও মণিরামপুর থানা পুলিশ যৌথভাবে উপজেলার ঝাঁপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ঝাঁপা গ্রামের নুরুল ইসলাম মোল্যার কন্যা নার্গিস বেগমকে আটক করা হয়। তার স্বামী সাইদুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযান চলাকালে নার্গিস বেগম ও সাইদুর রহমানের দোকান ও বসতবাড়ি তল্লাশি করে ৪৬৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা (প্রায় ৫৮ ফুটলি), মাদক বিক্রির নগদ ৬,৫৪০ টাকা, একটি মোবাইল ফোন এবং তিনটি জাতীয় পরিচয়পত্র (একটি আসল ও দুটি ফটোকপি) উদ্ধার করা হয়।
আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

