রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে সোনালী ব্যাংকের ভিতর থেকে গ্রাহকের টাকা চুরি

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:সোনালী ব্যাংক এর মণিরামপুর শাখার ভিতর থেকে  টাকা চুরির ঘটনা ঘটেছে। ২০ জুলাই বৃহস্পতিবার ১১:৪৫ মিনিটে ঘটনাটি ঘটে বলে জানাযায়।
সোনালী ব্যাংক এর মণিরামপুর শাখা থেকে হাকোবা গ্রামের বাসিন্দা ভগিরত বিশ্বাস তার ব্যক্তি গত একাউন্ট ৩৪১০৯২১৭ থেকে ১৯৮৫৯১৭ চেকের মাধ্যমে ৬১ হাজার ২৪০ টাকা উত্তোলন করেন। এ সময় সোনালী ব্যাংকের ভিতর একটি চোর চক্র উত্তোলন কৃত টাকা কৌশালে চুরি করে নেন। ১১:৫১ মিনিট এর দিকে চোর চক্রটি ৬০ হাজার টাকা নিয়ে ব্যাংক ত্যাগ করেন।
  ভুক্তভোগী ভগিরত বিশ্বাস বলেন, আমি ব্যাংকের ভিতরে টাকা উত্তোলন করে অন্য একটা একাউন্টে কিছু টাকা জমা দেওয়ার জন্য জমা রশিদ লিখছিলাম তখন আমার কাছে থাকা ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যায়।
পরবর্তীতে আমি ব্যাংক ম্যানেজার কে জানালে তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন যে আমার টাকা চোর চুরি করে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে গেছে।
এ বিষয়ে ব্যাংক ম্যানেজার বলেন,আমরা আলোচনা না করে কোন ফুটেজ বা কোন তথ্য দিতে পারবো না। তবে ব্যাংক ম্যানেজার চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ