মণিরামপুর প্রতিনিধি: মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর উৎসব দেবী দুর্গা পূজা। শারদীয় এই উৎসবে মণিরামপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, নেতৃবৃন্দের সাথে মতবিনিয় এবং অনুদান প্রদান করা হয়েছে।জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলীর ব্যক্তিগত তহবিল থেকে এই অনুদান দেয়া হয়।
২০ অক্টোবর ষষ্ঠী থেকে ২৪ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত মণিরামপুর উপজেলার কৃষ্ণবাটী, ঢাকুরিয়া, করেরাইল, ঢাকুরিয়া বাজার, সুবলকাটি, গাবুখালী উত্তরপাড়া, দক্ষিণ গাবুখালী, তারুয়াপাড়া, চাপাকোনা, জয়পুর দাসপাড়া, হোগলাডাঙ্গা, মধুপুর, পোড়াডাঙ্গা, পলাশী, খেদাপাড়া দাসপাড়া, কোলা, মোবারকপুর ঘোষপাড়া, ঝাঁপা গুরুচরণ, রাজগঞ্জ, মশি^মনগর উত্তরপাড়া, গৌরিপুর, লক্ষণপুর দাসপাড়া, হাজিরহাট, মোহনপুর, জুড়ানপুর, লাউড়ী দাসপাড়া, লাউড়ী বাবু পাড়া, দূর্গাপুর, জামলা, বাজিতপুর, শ্যামনগর, চিনাটোলা, মোহনপুর কর্মকারপাড়া, ঘুঘুদাহ মধ্যপাড়া, উত্তর ভরতপুর, বালিয়াডাঙ্গা পূর্বপাড়া, ঘুঘুদাহ স্কুল পাড়া, বালিয়াডাঙ্গা ও কেন্দ্রীয় দোলখোলা পূজাম-পে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিদর্শন করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
এসময় তিনি আগত ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং এস এম ইয়াকুব আলীর ব্যক্তিগত তহবিল থেকে পূজাম-প কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

