শাহাজান শাকিল, মণিরামপুর:যশোরের মনিরামপুরে বুধবার উপজেলা সভা কক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার এবং পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুভ উদ্বোধন অনুষ্ঠানে
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে ও কৃষি অফিসার ঋতুরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার,মণিরামপুর উপজেলা কৃষক লীগের সাধারণ মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী সহ উপজেলার কর্মকর্তারা।সার এবং বীজ পেয়ে আনন্দ প্রকাশ করেন কৃষকেরা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

