শাহাজান শাকিল, মণিরামপুর:যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমের চলন্ত গাড়িতে ককটেল হামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজমাখানমের ছেলে আসিফ খান অভি। যশোর থেকে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা দিলে যশোর রেল ক্রসিং এর সামনে চলন্ত গাড়িতে হামলা চালানো হয়।
কে বা কারা হামলা চালিয়েছে তা জানাযায়নি বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। এবিষয়ে তিনি গণমাধ্যম কে জানান, আমি দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের প্রতিনিধি হিসাবে সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সব সময় জনগণের পাসে থেকেছি।
অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করেছি যে কারনে আমাকে টার্গেট করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সাংসদ সদস্য প্রার্থী ঘোষণা দিয়েছি।
আমার জনপ্রিয়তা থাকায় আমাকে মেরে ফেলতে অথবা আমাকে ভয়ভীতি দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে কিছু অপশক্তি। তারাই পেক্ষাপটে আমাকে লক্ষ করে আজ হামলা চালানো হয়েছে।আমি আমার উপর হামলা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

