শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা? একটু বৃষ্টিতে হাটু পানি!

আরো খবর

মনিরামপুর প্রতিনিধি:একটু চাপের বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বসত বাড়িতে পানি জমে ভোগান্তির সৃষ্টি হয় যশোরের মনিরামপুর পৌরবাসীর। বিশেষ করে পৌর এলাকার ভগবানপাড়া ও পাইকারি কাঁচা বাজারে জমে হাঁটু পানি। ড্রেনে ময়লা জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় প্রায়ই এমন ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীসহ সাধারণ পথচারীদের। দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে নেই কার্যকরী কোন উদ্যোগ।
বেশকিছুদিন টানা তাপদাহের পর বৃহস্পতিবার দুপুর থেকে মনিরামপুরে বৃষ্টি হয়েছে। এতে মনিরামপুর বাজারের পাইকারি কাঁচা বাজার ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সামনে পাকা সড়কে হাঁটু পানি জমেছে। বৃষ্টির পানি জমেছে পৌর এলাকার ভগবানপাড়ার কয়েকটি বাড়িতে। পানি জমে ময়লা ভেসে উঠেছে বাজারের দোলখোলা মোড় হতে ভগবানপাড়া অভিমুখী রাস্তায়। এছাড়া বৃষ্টিতে পাবলিক লাইব্রেরীর সামনে, ইউএনও দপ্তরে ঢোকার রাস্তায় ও সাব রেজিস্ট্রার দপ্তরের সামনে পানি জমে থাকতে দেখা গেছে।
পাইকারি কাঁচা বাজারের ব্যবসায়ী শিপন হোসেন বলেন, একটু চাপের বৃষ্টি হলেই এখানে রাস্তার উপর পানি জমে থাকে। ড্রেনে ময়লা জমায় পানি সরতে দেরি হয়।মণিরামপুর  পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আবর্জনায় ভরপুর নালা-নর্দমার পাশ দিয়ে মানুষের হাঁটাচলা দায় হয়ে উঠেছে। দুর্গন্ধে বিষিয়ে উঠছে পৌরবাসি। এছাড়াও বৃহস্পতিবার  সামান্য বৃষ্টিপাত হওয়ায় নালা-নর্দমার আবর্জনা রাস্তায় উঠে যায়। এরফলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
পথচারী রাসেল হোসেন বলেন, দুপুরে পাইকারি কাঁচা বাজার দিয়ে পার হচ্ছিলাম। রাস্তায় হাঁটু পানি থাকায় পার হতে খুব কষ্ট হয়েছে।
মনিরামপুর ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা রানী বলেন, পৌরসভা থেকে ড্রেন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে এখন রাস্তার উপর পানি জমে গেছে। ড্রেনের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা পানির সাথে মিশে একাকার হয়ে রাস্তার উপর চলে এসেছে। আমরা চাই দ্রুত ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হোক।
এদিকে পৌর এলাকায় জলাবদ্ধতা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মনিরামপুর পৌরসভার দুই কাউন্সিলর। তবে এ বিষয়ে পৌর মেয়রের বক্তব্য পাওয়া যায়নি।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরী গণমাধ্যমে  বলেন, আমার ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় বৃষ্টির পানি রাস্তায় জমে থাকে। এছাড়া কিছু বাড়ি নিচু হওয়ায় সেখানে বৃষ্টির পানি জমে। ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে বারবার উদ্যোগ নিয়ে নানা কারণে ব্যর্থ হচ্ছি।
মনিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন, পানি নিষ্কাশনের একটি পাইপ চেপে বসে যাওয়ায় পাইকারি কাঁচা বাজারে পানি জমে। এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।
জলাবদ্ধতা নিয়ে গণমাধ্যম কর্মীরা মনিরামপুরের পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের মোবাইল নম্বরে একাধিকবার কল করেছেন। তিনি ফোন না ধরে কেটে দিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ