শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুর  বৃষ্টিতে মুন ব্রিকস’র সামনে রাস্তার বেহাল অবস্থা, ঘটছে দূর্ঘটনা

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:যশোরের  মণিরামপুর টু রাজগঞ্জের মাঝে মুন ব্রিকস এর সামনেই ঘটছে অসংখ্য দূর্ঘটনা। শনিবার বিকালে  বৃষ্টিতে মুন ব্রিকস এর   মজুত  রাখা  মাটি  ধুয়ে রাস্তার উপর চলে আসায়  পিচ্ছিল হয়ে যায়। এ কারণে মুন ব্রিকস এর সামনে ঘটছে  দূর্ঘটনা। রাস্তা দিয়ে মাটি আনা নেওয়ার কারণে এই অবস্থার সৃস্টি হয়েছে।
মোটরসাইকেল আরোহীরা বলছে, রাস্তার এতোটাই বেহাল অবস্থা যে ঝুকি নিয়ে গাড়ি চালাতে  হচ্ছে। কয়েক জন পথচারী জানান, বৃষ্টির পর কয়েকটি মোটরসাইকেল গন্তত্যে পৌছুতে গিয়ে এখানে এসে দুর্ঘটনায় পড়ে।
এ বিষয়ে ভাটা কর্তৃপক্ষ জানায়,বৃষ্টি হওয়ার পর ধুলা বালির কারণে রাস্তার অবস্থা খারাপ ছিলো। বিদ্যুৎ না থাকায়  রাস্তা পরিষ্কার করতে পারিনি। আমাদের পাইপ লাইন সব কিছুই আছে রাস্তা পরিষ্কার করার জন্য। তবে এখন রাস্তা শুকিয়ে গেছে।

আরো পড়ুন

সর্বশেষ