মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি: মধুমতি নদীতে মাছ ধরার সময় সৌখিন (৩৫) নামে এক মৎস্যজীবীর উপর হামলা করা হয়েছে।হামলা করে তাকে নদীর পানিতে ফেলে দেওয়া হয়,
এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।সৌখিন মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা চরপাড়া গ্রামের সত্তার খাঁনের ছেলে।
বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিলে এলাকার মধুমতি মাঝ নদীতে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন,ফরিদপুরেরন মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত হাজী সোলেমানের ছেলে জব্বার (৩২) এবং একই গ্রামের মাসুদ মোল্যার ছেলে হুমায়ন।
সৌখিন গভীর রাতে মধুমতি নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরতে ধরতে মাগুরা ও মধুখালীর সীমান্তবর্তী মধুমতি নদীর চন্ডী বিলার ঘাট নামক ব্যারাক অফিসের সামনে পৌঁছলে অপর একটি নৌকায় জব্বার (৩২) ও হুমায়ন এসে তাকে গালাগালি ও হুমকি দেওয়া শুরু করে। তাকে বলে তুই নদীতে বিষ দিয়ে মাছ ধরছিস । এই বলে নৌকার বৈঠা দিয়ে তাকে পিটাতে শুরু করে। এক পর্যায় তার মাথায় কয়েকটি আঘাত লাগলে পানিতে পড়ে যান। এরপর থেকে মৎস্যজীবী সৌখিন নিখোঁজ রয়েছেন।
বিষয়টি জানাজানি হলে মাগুরা ও ফরিদপুর জেলার লোকজন এবং একটি ফায়ার সার্ভিসের ডুবুরিদল খোঁজাখুঁজি করেও তাকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার করতে পারেনি।এদিকে নিখোঁজ সৌখিনের পরিবার ও এলাকার লোকজন কান্নায় ভেঙে পড়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলন,সৌখিন নামের ওই ব্যক্তির উদ্ধারের চেষ্টা চলছে।

