শার্শা প্রতিনিধি:শুরু হয়েছে বছরের মধু মাস জৈষ্ঠ্য। তাই আম, জাম, লিচু, কাঁঠালের মতো রসালো ফলের সাথে বাজারে উঠেছে রসেভরা সুস্বাদু তালের শাঁস।
শার্শা বিভিন্ন বাজার অলিগলি ও প্রধান সড়কের আশে পাশে বিক্রি করতে দেখা যাচ্ছে রসে ভরা তালের শাঁস। একটি আস্ত তাল ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস তালের শাস বিক্রি হচ্ছে ৫ টাকা । দাম বেশি হলেও ক্রেতারা কিনছেন বলে জানান তালের শাঁস বিক্রেতারা।
তালের শাঁস বিক্রি করতে আসা শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কদবেল তলার দ্বীন মোহাম্মদের ছেলে আইনাল হকের সাথে কথা বলে জানা যায়, জৈষ্ঠ্যমাস পড়ার কয়েকদিন আগে থেকে তালের শাস বিক্রি শুরু করেছি।
প্রতিটি আস্ত তালের দাম ৮ থেকে ১০টাকায় বিক্রি করছি। খুচরা হিসাবে প্রতি পিস তালের শাস ৪/৫ টাকা। প্রথম দিনেই বিক্রি ভাল হয়েছে। তিনি আরো বলেন, অন্য ফল বিক্রির চেয়ে তালের শাঁসে লাভ বেশি। কিছু দিনের মধ্যে বিক্রি আরও বাড়বে। জৈষ্ঠ্য মাসে তালের শাসঁ খাওয়ার উপযোগী সময় তাই মানুষ তৃপ্তির সাথে তালের শাঁস খেয়ে থাকেন।
