শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি , মোবাইল কোর্টে জেল-জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : সোমবার (০৩ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে মণিরামপুর উপজেলার শ্যামকুড় (আদিল মোড়) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।
বিএসটিআই যশোর আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার মো. সাহিদুল ইসলাম এর অভিযোগের ভিত্তিতে মনির ফুড প্রোডাক্টসের মালিক মো. আব্দুল রহমান (৩০) কে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় মণিরামপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।মনিরামপুর উপজেলা সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানিয়েছেন, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান চলবে।

আরো পড়ুন

সর্বশেষ