শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে আন্তঃ ইউনিয়ন স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আরো খবর

মনিরামপুর প্রতিনিধিঃ জুলাই দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির মনিরামপুর উপজেলা ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন শাখা আন্ত ইউনিয়ন স্কুল ফুটবল  টুর্নামেন্টের আয়োজন করে।
উক্ত খেলায় ইউনিয়নের মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা  সহ মোট ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। জুলাই দিবস ফুটবল  টুর্নামেন্ট ৪ আগষ্ট  শুরু হয়ে ৬ আগষ্ট ফাইনালের মাধ্যমে শেষ হয়।
এ আন্ত: ইউনিয়ন স্কুল ফুটবল টুর্নামেন্টে কুশখালি মাধ্যমিক বিদ্যালয়কে বাহির ঘরিয়া দাখিল মার্দাসা ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াতে ইসলামী ইউনিয়ন আমির শিক্ষক আলহাজ্ব মোঃ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নছর আলী, কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপংকর কুন্ডু,নারায়ণ চন্দ্র সরকার সহকারী শিক্ষক, চিত্ত রঞ্জন রায় বি পি এড শিক্ষক,  মোঃ রফিকুল ইসলাম, ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃদ্ধ। এছাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ ও আলোচনায় বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে ও তাদের রক্তের বিনিময়ে আমরা আয ফ্যাসিবাদী থেকে মুক্ত হয়েছি, যাদের তাজা প্রাণের বিনিময়ে আমরা আয মুক্ত ও স্বাধীনভাবে কথা বলতে পারছি কোন অবস্থাতে আমরা তাদের ভুলবনা তাদের এই আত্মত্যাগের উদ্দেশ্য যেন আমার সবাই মিলে মিসে কাজ করতে পারি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং আমাদের সকল কে সজাগ থাকতে হবে যেন আর কোন ফ্যাসিবাদীর জন্ম বাংলাদেশ না হয়। এমনটাই আশা করেন তরুণ প্রজন্মের কাছে।

আরো পড়ুন

সর্বশেষ