মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান ও উপপরিদর্শক (এসআই) মিলন হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের গাবরডাঙ্গা গ্রামের প্রভাষ ঘোষ (৬০)।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকালে তিনি যশোর দুদক কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাদী প্রভাষ ঘোষ একজন কৃষক পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে নিজ পৈত্রিক জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। ওই জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি একাধিকবার ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা করলেও আদালত সেসব মামলা খারিজ করে দেন।
অভিযোগে বলা হয়, এরপর স্থানীয় একটি প্রভাবশালী মহল ওসি বাবলুর রহমান খান ও এসআই মিলন হোসেনের সঙ্গে যোগসাজশে বাদীর জমি দখলের চেষ্টা চালায়। প্রভাষ ঘোষ অভিযোগ করেন, তিনি থানায় মামলা করতে গেলে ওসি ও এসআই মামলাটি না নিয়ে উল্টো তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
এমনকি আদালতের নির্দেশে মামলা নথিভুক্তের পরও তদন্ত কর্মকর্তা এসআই মিলন হোসেন বাদীর কাছ থেকে ঘুষ দাবি করেন। বাদী ৫ হাজার টাকা প্রদান করলেও তাতে তারা সন্তুষ্ট হননি। এরপর ওই পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় দুর্বৃত্তরা বাদীর প্রায় ২৫ লাখ টাকার ধান, মাছ, নারকেল ও সুপারি লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রভাষ ঘোষ তার লিখিত অভিযোগে আরও জানান, তিনি থানায় একাধিকবার নালিশ করতে গেলেও ওসি ও এসআই মামলা নিতে অস্বীকৃতি জানান এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনের যশোর কার্যালয়ের উপপরিচালকের নিকট আবেদন জানিয়েছেন।
অভিযোগপত্রে তিনি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪২০/৪০৬/৪০৮/১৬১/১৭০/১৭১/৩৮৫/ ৩৮৬/৫০৬/১০৯ ধারায় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

