শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে বিএনপির বিদ্রোহীসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

আরো খবর

মনিরামপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৫,মনিরামপুর সংসদীয় আসনে ৩ জানুয়ারি শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন বিএনপির বিদ্রোহী শহীদ মোঃ ইকবাল হোসেন (স্বতন্ত্র), গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা), মুফতি রশিদ আহমদ (ধানের শীষ) এবং জয়নাল আবেদিন টিপু (হাতপাখা)।

 

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

যশোর-৫ (মনিরামপুর) আসনে যাচাই-বাছাই এ মনোনয়ন বাতিল হয়েছে চারজন প্রার্থীর। তারা হলেন- কামরুজ্জামান, গোলাম মোস্তফা, এমএ হালিম ও নজরুল ইসলাম।

উল্লেখ্য যশোর ৫ সংসদীয় আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোঃ ইকবাল হোসেন। পরে তার মনোনয়ন পরিবর্তন করে জোট প্রার্থী মুফতি রশিদ আহমদকে দেয়া হয়। ইকবাল হোসেন এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

আরো পড়ুন

সর্বশেষ