মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে বিএনপির প্রবীণ নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মুছা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এই স্মরণসভা আয়োজন করে উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এড. শহীদ মোঃ ইকবাল হোসেন, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব মোঃ মুছা ছিলেন মনিরামপুরের রাজনীতির এক প্রবাদপুরুষ। তাঁর মৃত্যুতে বিএনপি শুধু একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারায়নি, হারিয়েছে এক সৎ, সজ্জন ও জনপ্রিয় জননেতাকে।
বক্তারা তাঁর রাজনৈতিক জীবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মণিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, স্মরণসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। অডিটোরিয়াম মাঠে বালু ফেলে সমান করে, মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেমসহ সার্বিক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানকে ঘিরে পুরো অডিটোরিয়াম এলাকায় শোকাহত পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা প্রয়াত মুছা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের কাজে নিজেকে নিবেদিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

