রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে বেড়েছে শিক্ষা সামগ্রীর দাম ॥ ভোগান্তিতে শিক্ষার্থীসহ অভিভাবকরা

আরো খবর

জি.এম.বাবু. রাজগঞ্জ অফিস ॥

যশোরের মনিরামপুর উপজেলার একটি পৌরসভাসহ ১৮টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে কাগজ, কলম, খাতা, ক্যালকুলেটরসহ বেড়েছে সব ধরণের শিক্ষা সামগ্রীর দাম। ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছে বৃহত্তর এ উপজেলার কয়েক লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মাত্র কয়েকদিনের ব্যবধানে বাড়তি টাকায় এসব পন্য কিনতে হচ্ছে শিক্ষার্থীসহ অভিভাবকদের।
বৃহত্তর এ উপজেলার শিক্ষা উপকরণের দোকান ঘুরে দেখা যায়, ডজন প্রতি কলমের দাম বেড়েছে ৮ থেকে ১০টাকা। মান ভেদে বিভিন্ন ধরণের তৈরী খাতার দাম বেড়েছে পিস প্রতি ৫ থেকে ১০টাকা পর্যন্ত। অফসেট পেপারসহ প্রকারভেদে প্রতি রিম কাগজ বিক্রি হচ্ছে ৩০০টাকা থেকে ৪৮০ টাকায়। সাধারন ক্যালকুলেটর রকম ভেদে দাম বেড়েছে ৪০ থেকে ৫০টাকা। সাইন্টিফিক ক্যালকুলেটর বিক্রি হচ্ছে ১২৫০ টাকা থেকে ১৫৫০ টাকা পর্যন্ত। সেই সাথে দাম বেড়েছে জ্যামিতি বক্সেরও।
ঐতিহ্যবাহি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ইউসুফ আলী জানায়, হঠাৎ করে শিক্ষা সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় তারা মারাত্মক ভোগান্তিতে পড়েছে। কারন হিসেবে তারা জানায়, তাদের পরিবারের বাড়তি কোন রোজগার নেই। অথচ বাড়তি দামেই কিনতে হচ্ছে এসকল শিক্ষা সামগ্রী। রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র জিসান মাহমুদ জানায়, প্রতিদিনের পাঠ গ্রহনের প্রয়োজনে তাদের বিভিন্ন রেফারেন্স বুক ও নোট ফটোকপি করতে হয়। গত কয়েকদিনে বেড়ে গেছে ফটোকপির ব্যয়ও।
অভিভাবক সদস্য আনছার আলী জানান, সম্প্রতি শিক্ষা সামগ্রীর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের মত অসহায় খেটে খাওয়া অভিভাবকরা পড়েছেন চরম ভোগান্তিতে। সেই সাথে বর্তমান সময়ে তাদের সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহন করতে মারাত্মক হিমশিম খেতে হচ্ছে।
শিক্ষক হাদিউজ্জামান জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের সাথে পাল্লা দিয়ে যেভাবে শিক্ষা সামগ্রীর দাম বাড়ছে তাতে করে গরীব অসহায় শিক্ষার্থীদের ঝরে পড়ার সম্ভাবনা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারের ব্যবসায়ী তুষার হোসেন জানান, বর্তমান সময়ে প্রতিটা শিক্ষা সামগ্রী তাদের বেশি দামে কিনতে হচ্ছে। যার ফলে বেশি দামে শিক্ষা সামগ্রী বিক্রি করতে হচ্ছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ