শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে ব্যাংকের এজেন্ট শাখা লক্ষ্য করে  বোমা বিস্ফোরণ,এলাকায় আতংক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজারে ইসলামি ব্যাংকের একটি এজেন্ট শাখাকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার  রাত আনুমানিক ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
বোমা বিস্ফোরণে এজেন্ট শাখাটি পরিচালনাকারী ফিজাজ উদ্দীনের দোকানের কাচের দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইসলামি ব্যাংকের ওই এজেন্ট শাখাটি দোকানের মালিক ফিজাজ উদ্দীন পরিচালনা করে আসছেন।
ফিজাজ উদ্দীন জানান, তিনি কয়েকদিনের জন্য বাইরে অবস্থান করছেন। বিস্ফোরণের সময় দোকানে তার দুইজন কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম প্রকাশ করা হয়নি। তিনি আরো জানান, গুলি করা হয়েছে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে শুনেছি বিকট শব্দ হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মনিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায়  রানা প্রতাপ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া দোকানটিতে নিয়মিত গ্রাহকের উপস্থিতি বেশি থাকায় আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেও এ ঘটনা ঘটানো হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রানা প্রতাপ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জানুয়ারি বৃহস্পতিবার  সন্ধ্যারাতে সন্দেহভাজন মিজানুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন

সর্বশেষ