শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে মৎস্য জীবী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

আরো খবর

প্রেসবিজ্ঞপ্তি:মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল তিনটায়  অসহায় মৎস্য জীবী ও জেলে দের মাঝে খাদ্য সামগ্রী, হাতধোয়া সাবান ও খাবার স্যালাইন বিতরণ করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও জেলা সরকারি জলমহাল কমিটির সদস্য ডাঃ মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা সাধন মল্লিক রনি, ওহিদুল পাটোয়ারী, শাহীদ ইমরান সবুজ,  ডা সুবিদ, মশিউর রহমান, বিথীকা মল্লিকা, মাসুম গাজী, আলাউদ্দিন, মোসলেম আলী, গোলাম মোস্তফা, আনিসুর রহমান, মতিয়ার রহমান, আবদুস সালাম পরিতোষ বিশ্বাস, গোপাল বিশ্বাস, বিশ্বনাথ বিশ্বাস, গোষ্ট বিশ্বাস প্রমুখ।

পরে এক মতবিনিময় সভায় যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত মৎস্য জীবীদের কল্যানে অনেক কাজ করে যাচ্ছেন। মা ইলিশ রক্ষা করতে তিনি পদক্ষেপ নিয়েছেন ফলে  ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মাছ ধরা বন্ধ থাকাকালে জেলেদের খাদ্য সহায়তা করা হচ্ছে। মাছ চাষীদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্কন প্রদান করা হচ্ছে। অসহায় মাছ চাষীদের পোনা মাছ, মাছের খাবার, জাল জলা সহ অল্প সুদে সরকারি  লোন দেয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ