শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে রথযাত্রায় মানুষের ঢল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাচবাড়িয়ায় ২৭ জুন শুক্রবার  বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এই উপলক্ষে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রথযাত্রা উপলক্ষে হাজারো মানুষের সমাগমে পুরো এলাকা পরিণত হয় এক বর্ণাঢ্য মিলনমেলায়।
রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি নিজ হাতে রথের দড়ি ধরে টেনে রথযাত্রার সূচনা করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
রথের দড়ি টেনে নিয়ে যাওয়ার সময় অ্যাডভোকেট শহীদ ইকবাল বলেন,এই উৎসব আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক।
পাচবাড়িয়া এলাকার ঐতিহ্যবাহী এই রথযাত্রা প্রতি বছর অনুষ্ঠিত হলেও এবারের আয়োজন ছিল বিশেষভাবে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। বিশেষ করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।রাজনৈতিক নেতৃবৃন্দের সরাসরি অংশগ্রহণে এ উৎসব আরও মর্যাদাপূর্ণ ও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।
রথযাত্রা শেষে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ