শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে লাউড়ি রামনগর কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ি রামনগর কামিল (এম এ) মাদ্রাসায় গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন আজ ৬ আগস্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতিতে জমে ওঠে ভোটগ্রহণ। মাদ্রাসাটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৬৫৯ জন। নির্বাচনে অংশ নেয় দুটি রাজনৈতিকভাবে সমর্থিত প্যানেল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্যানেল।
প্রার্থীরা ছিলেন,বিএনপি প্যানেল: আব্দুল গফুর (প্রতীক: আম), খালিদুর রহমান (প্রতীক: ছাতা)।জামায়াত প্যানেল: মাওলানা মারুফ হোসাইন (প্রতীক: বই), মাওলানা নূর নবী (প্রতীক: খেজুর গাছ)।সকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রের বাইরে বসে বিভিন্ন খাবারের অস্থায়ী দোকান—চটপটি, পাপড়, বাদামসহ ছিল ব্যাপক জমজমাট আয়োজন।
তবে, বেলা ১১টার দিকে দুই প্যানেলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী। এমনকি সেনাবাহিনীর একটি টহল গাড়িকেও এলাকায় টহল দিতে দেখা যায়।
নির্বাচন শেষে ফলাফলে জামায়াত-সমর্থিত প্রার্থীরা উভয় পদেই বিজয়ী হয়েছেন।এবতেদায়ী ও দাখিল স্তরে:মাওলানা মারুফ হোসাইন (প্রতীক: বই) পেয়েছেন ২৩৯ ভোট।প্রতিদ্বন্দ্বী খালিদুর রহমান (প্রতীক: ছাতা) পেয়েছেন ১৮৭ ভোট।কামিল স্তরের সাধারণ অভিভাবক সদস্য:মাওলানা নূর নবী (প্রতীক: খেজুর গাছ) পেয়েছেন ২৪৭ ভোট।প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর (প্রতীক: আম) পেয়েছেন ১৮০ ভোট।
শ্যামকুড় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই ইউনিয়নেই মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর বাড়ি অবস্থিত।
এই প্রেক্ষাপটে জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিজয়কে তারা “গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য” হিসেবে দেখছে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন আদায় করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ের পথ সুগম হবে এমনটাই বিশ্বাস জামায়াতের সমার্থকেরা।
স্থানীয় রা বলছে,শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আরো পড়ুন

সর্বশেষ