নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশ শিক্ষক সমিতির (মনিরামপুর শাখা) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ ইকবালের নিজ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (মনিরামপুর শাখা)-এর সভাপতি হামিদুর ইসলাম। সাধারণ সম্পাদক এস. এম. মজনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, বিএনপি নেতা আলী হোসেন, শিক্ষক সমিতির সহ-সভাপতি আব্দুল মজিদ, আশিষ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাসুদ কামাল তুষার, সিনিয়র শিক্ষক মাসুদুর রহমানসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে মনিরামপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।তিনি শিক্ষক সমাজকে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, প্রধান শিক্ষক হজরত আলী, ইউনুস আলী, নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বিএম এনামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দ।

