বিশেষ প্রতিনিধি:যশোরের মনিরামপুরের ঝুলিতে যোগ হলো আরো একটি অর্জন। সেখানে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সম্ভবত এই প্রথম যশোরে প্রথম কোন উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এমনিতে মণিরামপুর উন্নয়নে এগিয়ে তার উপর মিনি ষ্টেডিয়াম হওয়াতে আরো এক ধাপ এগিয়ে গেল দেশের বৃহত্তম এ উপজেলা টি।
মঙ্গলবার উপজেলার পৌরসভা মাঠে এ মিনি স্টেডিয়ামের নাম ফলক উন্মোচন ও
নির্মাণ কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান
রাসেল।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়রে সচিব ড. মহিউদ্দীন
আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ও পৌরমেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও
সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলা চত্ত্বরে এ উপলক্ষে
আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া
প্রতিমন্ত্রী। এসময় প্রতিমন্ত্রী বলেন, আপনাদের নির্বাচিত এমপি প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেস্টায় মণিরামপুরে যে উন্নয়নের জোয়ার সৃস্টি হয়েছে আজকের এই ষ্টেডিয়াম তারই অংশ।
তিনি বলেন, এ উপজেলার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। যা সম্ভব হয়েছে আপনাদের প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেস্টায়।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত এ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের
প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হযেছে ৫ কোটি টাকা।

