শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুরে সাংবাদিক মজনুসহ চার গুণিজনকে সম্মাননা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মনিরামপুরে কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস উদযাপন করা হয়েছে।  বুধবার দুপুরে পৌরশহরের বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাধান সংস্থার ব্যবস্থাপনায় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা, স্বাস্থ্য ও পুষ্টি মেলা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চার গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিকতায় অনবদ্য অবদানের জন্য সম্মাননা লাভ করেন মনিরামপুর প্রেসক্লাবের সুযোগ্য  সভাপতি, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার ও দৈনিক সমকাল-এর প্রতিনিধি এস এম মজনুর রহমান। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরায় তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
তাঁর এ সম্মাননা স্থানীয় সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।এছাড়া ক্রীড়া ক্ষেত্রে হুমায়ূন কবির, সাংস্কৃতিক ক্ষেত্রে এস এম হাফিজুর রহমান এবং সমাজসেবায় হাফেজ মো. আ. রশিদ-কে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান সংস্থার পরিচালক (সার্বিক) শাহীনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল।
সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালেব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী জমিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, সমাধানের প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মুনছুর আলী জানান, প্রকল্পের আওতায় মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কিশোর-কিশোরীদের নিয়ে ক্লাব গঠন করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধ এবং সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ