প্রেস বিজ্ঞপ্তি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মনিরামপুর সদর ইউনিয়নে নৌকার সমর্থনে মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে বিকেল তিনটায় নির্বাচনী প্রচারনার উদ্বোধন করেন মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা বেগম ও যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা সেলিম রেজা বাদশা, সাধন মল্লিক রনি, চয়ন মন্ডল, গোলাম রসুল, ডাঃ শফিদুর রহমান সুবিদ,মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগ নেতা মফিজ উদ্দিন, আছিয়া, সোনালী, তৈমুর, প্রণয় মল্লিক, সারমিন,পলাশ কবির, খালেদ,শাহাদাৎ, জাকির, রুবেল, তামান্না, সুকৃতি বৈরাগী, মিঠু সরকার, শাহিন,রবিউল, আনোয়ার, রোকেয়া, আমেনা,তরিকুল, বাশার, শিউলি, ইব্রাহিম, কবির, মোস্তফা, আতিয়ার, মাহবুব, রেশমা, ওলিয়ার, শামিমা,আবু বক্কর, ইব্রাহিম খলিল ও আনিসুর রহমান প্রমুখ।নির্বাচনী মতবিনিময় সভায় যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মো আবু তোহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন আগামী দিনে দেশকে এগিয়ে নিতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মনিরামপুর সদর ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

