শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে চুরি, দুই নারী আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন চুরির ঘটনায় দুই নারী চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে চিকিৎসা নিতে আসেন ফতেমা খাতুন (৭৫), স্বামী-আব্দুল আজিজ, গ্রাম বিজয়রামপুর (বাধাঘাটা), থানা-মনিরামপুর, জেলা-যশোর।

 

তিনি হাইপ্রেশারজনিত অসুস্থতায় হাসপাতালে আসেন।টিকিট কাউন্টারের লাইনে দাঁড়ানোর সময় দুই নারীসহ কয়েকজন চোর রোগী সেজে হঠাৎ ধাক্কাধাক্কির সৃষ্টি করে। এক পর্যায়ে ফতেমা খাতুনের গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) কৌশলে খুলে নেয়।

 

চেইন হারানোর বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার দিলে উপস্থিত লোকজন দুই নারী চোরকে আটক করে।প্রথমে আটক নারীরা নিজেদের নাম-পরিচয় গোপন করার চেষ্টা করে এবং একাধিকবার ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানা দেয়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়।আটককৃতরা হলো—১️, কাজল (৩০), পিতা মোন্নর আলী, গ্রাম রাজনগর চৌমহনী, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।২️,আনোয়ারা খাতুন ওরফে হাজেরা (৩৮), পিতা মতিয়ার রহমান ওরফে মতি, গ্রাম ডহরমন্ডল, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

 

অজ্ঞাতনামা আরও কয়েকজন সহযোগী সুকৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারী চোরকে উদ্ধার করে মনিরামপুর থানায় নিয়ে যায়।মনিরামপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ফতেমা খাতুন এর ছেলে মো. আব্দুর রহমান (৫২) বাদী হয়ে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি)বাবলুর রহমান খান মামলাটি রুজু করেন।

মনিরামপুর থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, আটক দুই নারী একটি সংগঠিত চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ