বেনাপোল প্রতিনিধি:পতাকা ব্যানার ফেস্টুন ও সবুজ বেস্টনীতে ঘেরা সু দৃশ্য মনোরম পরিবেশে অনুস্টিত হলো ২১ বিজিবি ৪৭তম রাইজিং ডে। অত্যাধুনিক অস্ত্রের আদলে নিমিত গেইটটিতে দিনভর ছিল অভ্যাগতদের সরব উপস্তিতি ও প্রত্যগমনে মুখরিত।
প্রায় আড়াই শ বছেরের পূরানো ঐতিহ্যবাহি বিজিবির রয়েছে দেশ ও জাতির কল্যানি সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অনবাদ্য ভূমিকা। বাংলাদেশও মিয়ানমার সীমান্তে নাফ নদী রক্ষায় বিজিবি বলিষ্ট ভূমিকাসহ রয়েছে কতইনা সুনাম। জীবনের ঝুকিনিয়ে চেরাচালান প্রতিরোধ ও জঙ্গি সন্ত্রাস অনুপ্রবেশ রোধে অগ্রনী ভুমিকা পালন করে চলেছে বিজিবি বাহিনী। আজ খুলনা ব্যাটলিয়ন২১ বিজিবির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দুপুরে কেক কেটে দিবসটির উদ্ভোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুদার আব্দুল খালেক। এসময় উপস্তিত ছিলেন যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে আযাদ খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ মামুন। ২১বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমান.সহকারি পরিচালক আব্দুল আল মুহিত। এসময় মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন সেনা নৌ বিমান রেব বাহিনীর কর্মকর্তারাসহ প্রশাসনের কর্মকর্তা। সরকারি বেসরকারি প্রতিনিধি ও গনমাধ্যমম কর্মিসহ বিভিন্ন এলাকায় কর্মরত বিজিবি কমান্ডাররা উপস্তিত ছিলেন। এসময় অনুস্টানস্থল যেন মিলন মেলায় পরিনত হয়। আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ২১বিজিবি অধিনায়ক তানভির রহমান।

