একাত্তর ডেস্ক: পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শায়খ ফয়সাল বিন আবদুল মালিক আন-নুমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৌদি আরবের বিখ্যাত আল-উকাজ পত্রিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দীর্ঘদিন নানা রোগে ভুগে মারা যান তিনি।
আজ মঙ্গলবার ফজরের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। পরে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।
শায়খ ফয়সালের মৃত্যুতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক প্রধান ও পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ আবদুর রহমান আল-সুদাইস গভীর প্রকাশ করেছেন।
শায়খ ফয়সাল নুমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার সুরলিত কণ্ঠে আজানের ধ্বনি মুসল্লিদের অন্তরে গেঁথে আছে। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।
জানা যায়, শায়খ ফয়সাল মদিনার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে পবিত্র কোরআন তিলাওয়াত ও আজান দেওয়ার পাঠ গ্রহণ করেন।
তিনি মদিনার বিখ্যাত তাইবেয়াহ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
শায়খ ফয়সাল ১৪২২ হিজরিতে (২০০১) মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হন। তিনি বংশ পরম্পরায় মসজিদে নববীতে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। শায়খ ফয়সালের দাদা শায়খ মুস্তফা বিন নুমান মসজিদে নববীর মুয়াজ্জিনদের প্রধান ছিলেন। তার বাবাও ১৪ বছর বয়সে এই সম্মানিত পেশায় নিযুক্ত হন।
তিনি ১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ২৫ বছর যাবত মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র: কালের কন্ঠ

