শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মহকবির ১০১ তম জন্ম জয়ন্তি: চলছে মধুমেলার তোড় জোড়

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ‘মধুমেলা’ নামে সাতদিন ব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে এ মেলা, শেষ হবে ৩০ জানুয়ারি ২০২৫।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বশেষ