মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার সদরের কানাইনগর গ্রামে (অবসরপ্রাপ্ত) সেনাবাহিনীর ল্যান্স নায়েক মৃত সাইদুর রহমানের বাড়িতে গভীর রাতে কেরোসিন তেল ঢেলে বাইরে থেকে তালা মেরে আগুন ধরিয়ে সপরিবারে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
এ সময় রাতে ঘরে ছিলেন পরিবারের সদস্যদের নিয়ে মৃত সাইদুর রহমানের সহধর্মিনী বৃদ্ধা জরিনা বেগম (৭৫),ও কন্যা মোছাঃ স্বপ্না আহম্মেদ (৩৮) এবং তাঁর তিন শিশু সন্তান।এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর)মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত অবসরপ্রাপ্ত সেনা ল্যান্স নায়েকের কন্যা মোছাঃ স্বপ্না আহম্মেদ।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৮ অক্টোবর (বুধবার) রাত অনুমানিক ১০টার দিকে বাড়ির লোকজন খাওয়া-দাওয়া শেষে বসতঘরের গ্রিলে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন।৯অক্টোবর ভোর ৪টার দিকে কেরোসিন তেলের তীব্র গন্ধে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়।
তারা উঠে লক্ষ্য করেন,বসতঘরের বারান্দায় কেরোসিন তেল ঢালা হয়েছে এবং ঘরের মূল গ্রিলের দরজায় বাইরে থেকে তালা লাগানো।উঠানে একটি কেরোসিন তেলের জের পড়ে ছিল।
ভুক্তভোগী পরিবারের দাবি,অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের সদস্যদের জীবন্ত পুড়িয়ে মারার অসৎ উদ্দেশ্যে এই কাজ করেছে।
মৃত সাইদুর রহমানের বৃদ্ধা স্ত্রী জরিনা বেগম (৭৫) সাংবাদিকদের জানান, কেরোসিন তেল ঢেলে গভীর রাতে তাঁকে ও তাঁর মেয়ে-নাতি-নাতনিদের মেরে ফেলার সম্পূর্ণ পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।
তিনি আরও বলেন,”তেল ঢালার সময় দুর্বৃত্তদের শব্দ শুনে আমি ঘরের দরজা খোলার চেষ্টা করি।তখন তারা বুঝতে পেরে তালা মেরে দ্রুত পালিয়ে যায়।” তিনি সময়মতো শব্দ শুনতে পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।
ভুক্তভোগী মোছাঃ স্বপ্না আহম্মেদ বাদী হয়ে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ উল্লেখ রয়েছে “গত ৮ অক্টোবর রাত অনুমান ১০ টার পর থেকে ০৯ অক্টোবর ভোর ৪ টার মধ্যে যে কোনো সময়ে কে বা কাহারা আমাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘরের বারান্দায় কেরোসিন তেল ঢেলে রাখে।”এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

