শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে সমাবেশে সালীমুল হক কামাল:ধানের শীষকে জয়ী করতে সবাইকে কাজ করতে হবে

আরো খবর

মহম্মদপুর( মাগুরা) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে। সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং ধানের শীষকে জয়ী করতে সকলকেই কাাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

 

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আর এস কেএইচ ইনষ্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন,মাগুরা-২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আলহাজ্জ কাজী সালীমুল হক কামাল।
বৃহস্পতিবার বিকেলে মহম্মদপুর উপজেলা সদরের আর এস কে এইচ ইনস্টিটিউশন মাঠে উপজেলা ছাত্রদল ও যুবদলের আয়োজনে  ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

এসময় তিনি আরো বলেন,মাগুরা-২ আসনে আপনাদের সহযোগিতায় ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।বিএনপি ক্ষমতায় আসলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে বলে তিনি তার অভিব্যাক্তি জ্ঞাপন করেন।
মহম্মদপুর আরএসকেএইচ ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মীসভায় বিভিন্ন এলাকা দুপুর থেকে যুবদল-ছাত্রদলের হাজার-হাজার নেতাকর্মীরা উপস্থিত হন।

 

 

 

 

 

বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল ও শ্লেগান নিয়ে মাঠে প্রবেশ করেন।ফলে পুরো এলাকা একসময় যুবদল-ছাত্রদলের দেওয়া ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উপজেলা যুবদলের সদস্য সচিব,শরিফুজ্জামান শরীফের সভায় সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম নয়ন। রবিউল ইসলাম নয়ন তার বক্তব্যে বলেন,দলীয় মধ্যে গ্রুপিং না করে প্রতিটি ওয়ার্ডে-ইউনিয়নে ভাগাভাগী করে সবাই একসাথে কাজ করলে মহম্মদপুরে ধান ছাড়া আর কোন কিছুই থাকবেনা।

 

 

 

এসময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা নান্নু খান, তানজীর রহমান সোহাগ,মোস্তফা জামান সনেট, ছাত্রদলের আহবায়ক নুর আমিন শিকদার সজিব, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের সদস্য সচিব, পিয়াল প্রমূখ।

 

 

 

সভা শেষে কাজী কামাল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“এবারের নির্বাচন শুধু প্রার্থী নির্ধারণের বিষয় নয়,এটা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন।তাই মাঠে থেকে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরো পড়ুন

সর্বশেষ