শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

আরো খবর

 মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা।

 বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ জনসভা চলে নহাটা এজি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে জামায়েত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি.বাকের।প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন,

“এ দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই। ইসলাম বাস্তবায়নের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটাতে চাই,এটাই আমাদের লক্ষ্য।আমরা টেনশনমুক্ত বাংলাদেশ গড়তে চাই, প্রতিটি নাগরিকের চেহারায় আনন্দ বয়ে যাচ্ছে ।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নহাটা ইউনিয়ন শাখার আমীর আব্দুর শাকুর মাওলানা।

এ ছাড়া জনসভায় বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা শাখা মজলিসে সূরা সদস্য মাওলানা নূর আহমেদ আলী এবং জেলা অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার বিশ্বাস প্রমূখ। নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ও অংশ নেন।

আরো পড়ুন

সর্বশেষ