শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে মহাষ্টমী পূজায় ভক্তসমাগমে উৎসবের আমেজ

আরো খবর

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:মহম্মদপুরে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পূজা উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ছিল দেবী দুর্গার বন্দনায় ভক্তদের ভিড়।ভক্তরা দেবীকে অঞ্জলি প্রদান ও পূজার্চনায় অংশ নিয়ে শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

জানা যায়,,প্রতিটি মন্ডপে সকালে মহাষ্টমীর অঞ্জলি,হোম-যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজাকে ঘিরে উপজেলা সকল মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

জানা গেছে,,প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন,পুলিশ,আনসার ও স্বেচ্ছাসেবকরা  বাহিনী দায়িত্ব পালন করছে।

ভক্ত-দর্শনার্থীরা জানিয়েছেন,মহাষ্টমী হলো দুর্গোৎসবের প্রাণকেন্দ্র।এই দিনে মা দুর্গার মহাশক্তির আরাধনা করা হয়।দিনভর অঞ্জলি,প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান পূজামণ্ডপগুলোকে উৎসবমুখর করে তোলে।

সন্ধ্যায় আরতি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলো-সজ্জায় রঙিন হয়ে উঠবে মহম্মদপুরে উপজেলার আট ইউনিয়নের সকল পূজা মণ্ডপ।

আরো পড়ুন

সর্বশেষ