শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে হতদরিদ্রকে টি-স্টল ও মুদি দোকান দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়া’

আরো খবর

বিশ্বজিৎ সিংহ রায়,মহম্মদপুর ( মাগুরা):
মাগুরার মহম্মদপুরে মানবিক উদ্যোগে আবারও আলোচনায় এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়া’।
মানবতার সেবায় আলোকিত সমাজ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার সংগঠনটির উদ্যোগে এক হতদরিদ্র ব্যক্তির হাতে মালামালসহ একটি টি-স্টল ও মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর সুইচগেট এলাকায় এ দোকান হস্তান্তর করা হয়েছে।জানা গেছে,ওই এলাকার মোঃ হারুন মোল্লার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে  ছায়া সংগঠন জানতে পেরে যাচাই-বাছাই করে তার জন্য জরিনা টি স্টল ও মালামাল সহ একটি মুদি দোকান উপহার দেয়।দোকানটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন ছায়ার সহ-সভাপতি হাসিবুর রহমান পিন্টু,সাধারণ সম্পাদক ফারুক রেজা,কোষাধক্ষ মোঃ রফিকুল ইসলাম খান,
সদস্য হেলাল আলী,ফেরদৌস হাসান,মাসুদ রানা, শরিফুল ইসলাম ইমরান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলাই ‘ছায়া’র মূল লক্ষ্য।

 

 

কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে এই উদ্যোগ চলমান থাকবে বলেও তারা জানান।উপস্থিত স্থানীয় বাসিন্দারা ছায়া সংগঠনের এ উদ্যোগকে মানবিক ও অনুপ্রেরণাদায়ক হিসেবে আখ্যা দেন।তারা বলেন,এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।উল্লেখ্য,মহম্মদপুরের রাজাপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ‘ছায়া’।

 

শিক্ষা, চিকিৎসা ও আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংগঠনটি।

আরো পড়ুন

সর্বশেষ