কেশবপুর প্রতিনিধি:মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এঁর জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীর মধুপল্লীর ভিতরে মেঘনাদবধ কর্নার এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মহাকবির পৈতৃক বসতভিটা ও যাদুঘরের দক্ষিণাংশের কক্ষের মূল ফটকের সামনে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে মেঘনাদবধ কর্নার এর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক লাভলী ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মহিদুল ইসলাম, ফিল্ড অফিসার আইরীণ পারভীন, অফিস তত্ত্বাবধায়ক বিজয় কুমার ঘোষ, সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাগরদাঁড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কেশবপুর প্রেসক্লাবের সদস্য শাহিনুর রহমান, আব্দুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় এবং সাগরদাঁড়ী মধুপল্লীর বিভিন্ন পর্যায়ের কর্তকর্তা-কর্মচারীগণ।

