সাতক্ষীরা প্রতিনিধি:নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার ১মে সকাল ১১টায় শহরের সুলতানপুর বড়বাজারের মাছ বাজারস্থ ইউনিয়নের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রব। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুর রহমান, মৎস্য ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল বাশার সরদার, মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবদুল আলিম, মাহাবুব আলম রানা, মশিউর রহমান বাপ্পি, সদর উপজেলা মৎস্য শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, আবদুল গফ্ফার, রবিউর ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সাধারণ শ্রমিকদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ন কবির।

