নিজস্ব প্রতিবেদক:৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ যশোর জেলা শাখা। রবিবার সকালে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় নির্মাতি স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের জেলা সভাপতি মিজানুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মো. মানিক হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শ্রমিক নেতা নজরুল ইসলাম, মনা হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

