শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহা কবির ১৯৯ তম জন্ম জয়ন্তি, বুধবার সাগরদাড়িঁতে শুরু হচ্ছে মধু মেলা

আরো খবর

কেশবপুর থেকে রূহুল কুদ্দুস: আগামী কাল ২৫জানুয়ারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সাগরদাঁড়ির আর্মরকাননে ৭দিন ব্যাপি শুরু হচ্ছে মধুমেলা২৩। আজ থেকে ১৯৯ বছর আগে ১৮২৪ সালের ২৫ জানুয়ারী যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ির জমিদার রাজনারায়ন দত্তের ঔরসে জন্ম গ্রহন করেন মহা কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে নবজাগরনের অন্যতম পুরোধা ও মহাকাব্য মেঘনাদবধ রচনা এবং বাংলা কবিতায় সনেট প্রবর্তন করায় বাংলা সাহিত্যে প্রথম বিদ্রহী কবি বলা হয় মধু সূদন কে। কবির জন্ম দিনের স্মৃতি ধরে রাখতে জন্মস্থান সাগরদাঁড়িতে আশির দশক থেকে তার নামে মধুমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৪ সাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগীতায় এ মেলা অনুষ্ঠিত হয়। গত ২বছর করোনার কারনে মেলা বন্ধ ছিল। মেলা কে উপলক্ষে কপতাক্ষ নদের তীরে শত শত পড়শা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা হরেক রকম পন্য নিয়ে। মেলা কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ত‘তি নিয়েছে। এ বিষয়ে কেশবপুর উপজেলার নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন জানান, মেলা কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্তা গ্রহণ করা হয়েছে। মেলায় কোন অস্লীলতা প্রশ্রায় দেয়া হবে না। আইনশৃংখলার জন্য সর্বক্ষনিক র‌্যাব ও পুলিশের টহল থাকবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে নির্বাহি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, আইনশৃংখলা বজায় রাখার জন্য পুলিশ
সার্বক্ষনিক টহল অবস্থায় রয়েছে। অপ তৎপরতা না হয় সে জন্য সব সময় সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুলিশকে। মেলা প্রাঙ্গনে সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকুপসহ বিনোদনের বিভিন্ন স্টল উতোমধ্যে তৈরী সম্পন্ন্ হয়েছে। বুধবার বিকেল ৫টায়  সংস্কৃতি প্রতি মন্ত্রী কে এম খালিদ এমপি মেলার উদ্ভোধন করবেন। মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি কবির সাহিত্য কর্ম, জীবনীর উপর আলোচনা সভা ও  শিল্পি সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান মালা সাজানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ