শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরের সীমান্তে নারী শিশুসহ আটক ১০

আরো খবর

মহেশপুর প্রতিনিধি: অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর,বাঘাডাঙ্গা ও বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশু সহ ১০ জনকে আটক করেছে।

 

বিজিবি সুত্রে জানাগেছে, রোববার ভোর রাতে মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা কাজিরবেড় গ্রামের ভিতর থেকে ২ জন পুরুষ, ৩ জন নারী ও ১টি শিশুকে আটক করা হয়।

 

অপর দিকে একই সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারত সীমান্ত সংলগ্ন হুদাপাড়ার রাস্তা থেকে ১ নারীকে আটক করে। রোববার সকালে বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

 

এর মধ্যে ১ জন পুরুষ,১ জন নারী ও ১টি শিশু রয়েছে। আটক কৃতদের বাড়ী গোপালগঞ্জ ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা। মহেশপুর ৫৮ বিজিবির উপ পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক কৃতদেরকে মহেশপুর থানা পুলিশে সোপর্দ্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ