মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে কবি ও গল্পকার দীপক সাহার ’নদাই’গল্প অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র সরকারী অনুদান প্রাপ্ত হওয়ায় কবি ও গল্পকার দীপক সাহা ও প্রয়োজক-পরিচালক পথিক শহীদুল ইসলামকে সংর্বধনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকালে মহেশপুর সাহিত্য পরিষদের অফিস কক্ষে সংগঠনের সহ সভাপতি প্রভাষক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও কবি মিঠু হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি নিখিল কুমার পাল, জাতীয় শ্রমিকলীগের সভাপতি ব্যাংকার হুমায়ুন কবির,মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফর হোসেন, কবি আলাউদ্দীন মিয়া প্রমুখ।

