মহেশপুর ঃ
ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ট্রাক ড্রাইভার পলাশ (৩০) নামের এক জনকে আটক করেছে ৫৮ বিজিবি’র সদস্যরা।
গতকাল শুক্রবার সকালে মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ধান বোঝাই ট্রাকসহ ট্রাক ড্রাইভার পলাশকে আটক করে বিজিবি। আটককৃত পলাশ মহেশপুর উপজেলার কুল্লা সাহেব পাড়ার রবিউল ইসলামের ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সংবাদের ভিক্তিত্বে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা ৪১২ মন ধান বোঝাই ট্রাক তল্লাশি করলে ট্রাকের মধ্যে থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন ট্রাকসহ ট্রাক ড্রাইভার পলাশকে মহেশপুর থানায় সোর্পন করা হয়েছে।

