মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ভারতে পালিয়ে যাওয়ার সময় পিতা হত্যাকারী ছেলে মফিজুল ইসলামকে (৪০) আটক করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, জন্মদাতা বাবা হত্যাকারী পলাতক আসামী মফিজুল ইসলাম পালিয়ে ভারতে চলে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিতিত্বে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে হত্যা মামলায় মফিজুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্যঃ জমা-জমি নিয়ে বিরোধে নিজ বাড়ীতে আব্দুল মান্নানকে ছেলে মফিজুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল ইসলাম পলাতক ছিলো।
মহেশপুরে পিতা হত্যাকারী ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক

