মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
মহেশপুর ও কোটচাঁদপুর এলাকার ২৩ জন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন তিনি।
মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুর আর রশিদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জেলা পরিষদেও সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী প্রমুখ।

