মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ভারতের রাজনৈতিক দল বিজেপির মৃখ্যমাত্র কর্তৃক হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুরে। যুব ছাত্র সমাজের ব্যানারে শনিবার দুপুরে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি বেড় করা হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলমানের হৃদয়ের মধ্যমণি মহানবী হযরত মোহাম্মদ (সা:)। ভারতের বিজেপির দুই নেতা রাসুল (সা:) এর পবিত্র বিবাহ নিয়ে কটূক্তি করে সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা:) যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ। রাসূল (সা:) নিয়ে কটূক্তিকারীদের দ্রুত শাস্তির আওতায় না আনলে মুসলমানরা আর ঘরে বসে থাকবে না।
বক্তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান।

