শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে মুদি ব্যবসায়ী মতিকে লক্ষ করে গুলি

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত বর্তী বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতিকে (৫২) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে আশংকা জনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৪টার দিকে মহেশপুরের ভাষানপোতা গ্রামের মাঠের মধ্যে।

 

এলাকাবাসী জানান, বাঘাডাঙ্গা গ্রামের মুদি ব্যবসায়ী মতিয়ার রহমান মতি মোটর সাইকেল যোগে ভৈরবার দিকে আসার সময় কে বা কারা মোটর সাইেেকলে এসে পিছন থেকে গুলি করে পালিয়ে যায়।

 

পরে পথচারিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকা ডাঃ মাহামুদা জানান, মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলিতে আহত অবস্থায় নিয়ে আসে। কিন্তু তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে যশোরে রেফাড করা হয়েছে।

মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেছে। আমরা ঘটনা স্থলে আছি।

আরো পড়ুন

সর্বশেষ