শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে ৩ কেজি স্বর্ণসহ আটক ২

আরো খবর

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ২০ পিচ স্বর্ণের বারসহ দু’ স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি’র সদস্যরা।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ৫৮বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা। আটক কৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩১.১২ গ্রাম। যার আনুমানিক মুল্য ১কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাজীরবেড় গ্রামের মাঠের মধ্যে অবস্থান করেন তারা। রাত ১১ টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের শুণ্য লাইনের দিকে যাওয়ার সময় একই উপজেলার জিন্নানগর গ্রামের আছানুর রহমান (৪৫) ও নবিছদ্দি মন্ডলকে(৫০) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা
মুল্যের ২০ পিচ স্বর্ণের বার। আটক কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ